রাবি’র নতুন প্রোভিসি অধ্যাপক ড. জাকারিয়া

0
262
Print Friendly, PDF & Email

-রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আরেক নতুন প্রোভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া। বুধবার রাষ্ট্রপ্রতির আদেশক্রমে উপ-সচিব হাবিবুর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের ১৯৭৩ এর (সংশেধিত) ১৩ (১) ধারা অনুযায়ি রসায়ন বিভাগের অধ্যাপক ড. চৌধুরি মো. জাকারিয়াকে আগামী ৪ বছরের জন্য প্রো-ভিসি পদে নিয়োগ দিয়েছেন। বৃহষ্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রভাষ কুমার কর্মকার। তিনি বলেন, আমরা রাষ্ট্রপতির চিঠি পেয়েছি। তিনি শীঘ্রই যোগদান করবেন।

এর আগে ২০১৭ সালের ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. আনন্দ কুমার সাহাকে ১২ তম প্রোভিসি নিয়োগ দিয়েছিল রাষ্ট্রপতি। বর্তমানে তিনিসহ অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া দুইজন এপদে দায়িত্ব পালন করবেন।

শেয়ার করুন