ময়মনসিংহে আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার

0
674
Print Friendly, PDF & Email

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় এক আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে উপজেলার পাগলা থানার শহীদনগর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুল মজিদ (৬০) শহীদনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি।

পাগলা থানার এসআই জাহিদুল ইসলাম বলেন, বুধবার রাত ১০টার দিকে আব্দুল মজিদ বাড়ির কাছে শহীদনগর বাজারে যান। তিনি রাতে আর বাড়ি ফিরে আসেন নি। সকালে  স্থানীয়রা বাড়ির পাশের বোরো ধান ক্ষেতে তার লাশ দেখে পুলিশে খবর দেয়।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বাংলাদেশের আরো খবর

শেয়ার করুন