ময়মনসিংহের নান্দাইলে চণ্ডীপাশা এলাকায় আসিফ পারভেজ টুকুন (২০) নামে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নান্দাইল উপজেলার ছন্দি পাশা আদর্শ গলিতে তার বাড়ি। তার বাবার নাম আব্দুর রাজ্জাক।
জানা যায়, রাতে তাকে নান্দাইল ডিগ্রি কলেজের পেছনে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে আহত অবস্থায় টুকুনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে রাতেই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।
নান্দাইল মডেল থানার ওসি কাজী আইয়ুব রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।