বৃটেনের এক বিশ্ববিদ্যালয়ের গবেষণা থেকে দেখা গেছে বিশ্বের বেশিরভাগ পুরুষেরা নাকি অভিসারে লজ্জা পান নিজের নগ্ন শরীর দেখে!
গবেষণার সময় বহু পুরুষ জানিয়েছেন, বেশ কিছু পুরুষের দল আছে যারা উন্মুক্ত দেহ নিয়ে বাথরুমের বড় আয়নার কাছে যেতেও লজ্জা পান৷ শুধু তাই নয়, গবেষণায় জানা গিয়েছে সঙ্গমের সময় ঘর অন্ধকার রাখতেই পছন্দ করেন বহু পুরুষ৷ অনেকে মনে করেন সঙ্গমের সময় নিজের নগ্ন শরীর দেখলে অনেক সময়ই উত্তেজনায় ভাঁটা পরে৷ অনেকের কাছে সঙ্গীনির নগ্ন শরীর না দেখে নিজের উন্মুক্ত শরীরের প্রতি বেশি নজর দিয়ে ফেলেন বহু পুরুষেরাই৷
সেক্সোলজিস্ট মনে করেন, বহু পুরুষ একটু বেশিই আত্মকেন্দ্রিক৷ নিজেদের শরীরকে এতটাই তারা ভালবাসেন যে, নিজেকে ছাড়া আর কিছুই ভাবতে পারেন না৷ এই ভাবনা চিন্তাই লজ্জা পাওয়ার মধ্যে দিয়ে প্রকাশ করে ফেলেন পুরুষেরা৷ অন্ধকারে যৌনসঙ্গমের বিষয়টি নিয়ে বলতে গিয়ে চিকিৎসকরা মনে করেন, ‘নিজের শরীরের প্রতি নজর যাওয়ার ফলে যৌন উত্তেজনায় ঘাটতি পড়ে৷ এর ফলে যৌন জীবন ক্ষতিগ্রস্ত হতে পারে৷ তাই অন্ধকারে নিশ্চিন্ত হতে পারেন বহু পুরুষেরা৷
শুধু তাই নয়, গবেষণায় দেখা গেছে, বেশির ভাগ মোটা লোকেরাই এই ধরণের মনোভাব পোষন করছেন৷ তাদের মধ্যেই নিজের নগ্নতা নিয়ে লজ্জা পাওয়ার প্রবণতা রয়েছে৷ উল্টো দিকে রোগা পুরুষেরা আলোতেই যৌনসঙ্গমে লিপ্ত হতে পছন্দ করেন৷