মাত্র দুই কেজি মিষ্টির জন্য গোপালগঞ্জে ভেঙে গেলো বিয়ে

0
735
Print Friendly, PDF & Email

বিকেল ৩টা। বিয়ের সব আয়োজন সম্পন্ন। এরই মধ্যে চলে এসেছে বরযাত্রী। পড়ানো হবে বিয়ে। সেই মুহূর্তে বাদ সাধল দুই কেজি মিষ্টি! মিষ্টি কম আনার কারণে শেষ পর্যন্ত ভেঙে গেল বিয়ে।ঘটনাটি ঘটেছে গত শুক্রবার গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার বান্দাবাড়ী গ্রামে। জানা যায়, ঘটনার দিন উপজেলার টরকীচর গ্রামের ইউনুস বয়াতির ছেলে সাহাবুল বয়াতির সঙ্গে পাশের বান্দাবাড়ী গ্রামের আব্দুর রশিদ বয়াতির মেয়ে মুক্তা খানমের বিয়ের আনুষ্ঠানিকতা ছিল। বিকেলের দিকে দুই কেজি মিষ্টি নিয়ে কনের বাড়িতে হাজির হয় বরযাত্রী।

মিষ্টি কম আনায় তা কনেপক্ষের আত্মসম্মানে বাধে। বিয়ে পড়ানোর আগ মুহূর্তে ওই মিষ্টি আনাকে কেন্দ্র করে বর ও কনেপক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে পণ্ড হয়ে যায় বিয়ের অনুষ্ঠান। ফিরে যায় বরযাত্রীরা।

শেয়ার করুন