গোপালগঞ্জে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নৈশ কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। খুলনা-ঢাকা মহাসড়কের সদর উপজেলার পাথালিয়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪০ যাত্রী। নিহতের নাম আক্কাস আলী (৫৫)। তিনি নৈশ কোচ ফাল্গুনী পরিবহনের চালক বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা জানান, খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ফাল্গুনী পরিবহনের একটি নৈশ কোচ ঘটনাস্থলে এসে পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নৈশ কোচ ও ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। গুরুতর আহত নৈশ কোচ চালক আক্কাস আলীকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।