রাজধানীর খুচরা বাজারে বেড়েছে পেঁয়াজের দাম

0
177
Print Friendly, PDF & Email

ভারত পেঁয়াজ রফতানিতে দাম বাড়িয়ে দেয়ায় এর প্রভাব পড়েছে রাজধানীর খুচরা বাজারে। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজিতে। তবে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে আগের দামেই। সরবরাহ ঘাটতি আর বেশি দামে কেনাকে দাম বাড়ার কারণ হিসেবে বলছেন খুচরা বিক্রেতার।

দেশের পেঁয়াজের চাহিদার একটি বড় অংশ পূরণ হয় ভারত থেকে আমদানির মাধ্যমে। পেঁয়াজের বাজারে চলমান অস্থিতিশীলতার মধ্যে ভারত আরেক দফা রফতানি দাম বাড়িয়ে প্রতি টন ৯শ ডলার ধার্য করার খবরে বর্তমানে একশ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি হচ্ছে রাজধানীর খুচরা বাজারে। যদিও পাইকারি বাজারে দামের কোন হেরফের নেই।

এদিকে, মাত্র এক দিনের ব্যবধানে খুচরা বাজারে পেঁয়াজের দাম এভাবে বেড়ে যাওয়ায় মানের পার্থক্য ও পরিবহন ব্যয়কেই দায়ী করছেন খুচরা বিক্রেতারা। অন্যদিকে রোববার থেকে টিসিবি রাজধানীর খোলা বাজারে ৫৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি শুরু করলেও বাজারে এর কোন প্রভাব পড়তে দেখা যায় নি।

শেয়ার করুন