রমজানের পর মাঠে ঘাটে ছড়িয়ে পরবো : এরশাদ

0
201
Print Friendly, PDF & Email

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‌’আমরা কোন দল বা জোটে যাওয়ার জন্য প্রস্তুত নেই। রমজানের পর মাঠে ঘাটে ছড়িয়ে পরবো।আমরা ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করি, কাউকে ক্ষমতায় বসানোর জন্য নয়। আমরা আমাদের মতো চলবো। আগামী নির্বাচনে আমাদের জয়ী হতেই হবে। এর কোনও বিকল্প নেই।’

আজ শুক্রবার গুলশানের একটি হোটেলে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, মানুষ দুইদলকে চায় না। মানুষ তৃতীয় কোন শক্তিকে চায়। আমরা এখনও জনগণের কাছে যেতে পারিনি। ইনশাআল্লাহ আমরা তৃতীয় নয় প্রধান শক্তিতে পরিণত হবো।

শেয়ার করুন