আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে পরিবেশ ধ্বংসকারী রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিল করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. মঈন খান।
শনিবার জাতীয় প্রেসক্লাবে সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশন আয়োজিত এক গোল টেবিল আলোচনায় একথা বলেন তিনি।
রামপাল বিদ্যুৎ প্রকল্পকে ‘মানি গেইম’ মন্তব্য করেন ড. মঈন খান। তিনি বলেন, প্রকৃতিকে রক্ষা, দেশকে রক্ষা, সর্বোপরি মানুষ রক্ষার জন্যই এ প্রকল্প বন্ধ করতে হবে। এমন একটি ধংসাত্বক প্রকল্প বন্ধ করা জাতীয় দায়িত্ব।
তিনি বলেন, রামপাল বিদ্যুৎ প্রকল্প থেকে ফিরতে হলে আড়িয়াল বিল রক্ষার মতো একটি আন্দোলন দরকার।
সংঘঠনের সভাপতি ড. শেখ ফরিদুল ইসলামের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, ড. আনু মুহাম্মদ, বেলার নির্বাহী প্রধান অ্যাডভোকেট সৈয়দা রেজোয়ানা হাসান, বাপার সাধারণ সম্পাদক ডা: আবদুল মতিন ও ব্যারিস্টার মো: জাকির হোসেন প্রমুখ।