১১ মার্চ গণমাধ্যমে কর্মবিরতি, সাগর-রুনির বিচারে সরকার আন্তরিক নয়

0
213
Print Friendly, PDF & Email

রুপশী বাংলা ডেস্ক(১১ ফেব্রুয়ারি, ২০১৩): ১১ মার্চ সকাল ছয়টা থেকে পরদিন সকাল ছয়টা পর্যন্ত সব গণমাধ্যমে কর্মবিরতি পালন করা হবেগণতন্ত্রের জন্য গণমাধ্যম, নিহত সাংবাদিকদের হত্যার বিচার এবং সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে একই সঙ্গে প্রেসক্লাব চত্বরে নিহত সব সাংবাদিকদের আত্মীয় স্বজনদের সঙ্গে নিয়ে অনশন কর্মসূচি পালন করবেন সাংবাদিকেরা

 

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার সব নিহত সাংবাদিকদের হত্যার বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আজ সোমবার সাংবাদিক মহাসমাবেশ করা হয়সেখান থেকেই এ কর্মসূচি ঘোষণা করা হয়

 

দুপুর ১২টার দিকে মহাসমাবেশ শুরু হয়এক বছরেও সাগর-রুনি হত্যার বিচার ও প্রকৃত আসামি গ্রেপ্তার না হওয়ায় সাংবাদিক নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, যাঁরা সাগর-রুনি হত্যার তদন্ত ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন, তাঁদেরও বিচার হতে হবে
সাংবাদিক নেতারা অভিযোগ করেন, সাগর-রুনি হত্যার তদন্ত ও বিচারে সরকার আন্তরিক নয়এই তদন্তে র্যাব এখন পর্যন্ত ৪০ লাখ টাকা খরচ করেছে১০-১৫ জনের ডিএনএ যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছেঅথচ প্রকৃত আসামি এখনো শনাক্ত ও গ্রেপ্তার হয়নি

 

নিউজরুম

 

শেয়ার করুন