ছেলের বাবা হলেন বিবেক

0
150
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক(০ ফেব্রুয়ারী): বাবা হলেন বিবেক ওবেরয়বলিউডের এ অভিনেতার স্ত্রী প্রিয়াংকা আলভা আজ বুধবার ভোরে তাঁদের প্রথম সন্তানের জন্ম দিয়েছেনছেলের বাবা হওয়ায় এ আনন্দের খবর জানিয়ে আজ ভোরেই টুইট করেছেন বিবেক
বাবা হওয়ার আনন্দে উচ্ছ্বসিত বিবেক টুইটার বার্তায় লিখেছেন, ‘আজ আমার জীবনের সবচেয়ে বিশেষ একটি দিনআমাদের ছোট্ট সন্তানকে আজ ভোরে পৃথিবীতে স্বাগত জানিয়েছি প্রিয়াংকা ও আমিঅনুপম সৌন্দর্য আর সুস্বাস্থ্যের অধিকারী ছেলে পেয়েছি আমরা
বিবেক আরও লিখেছেন, ‘আমাদের অফুরন্ত ভালোবাসা, দোয়া ও আশীর্বাদ করার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছিসত্যিই আমাদের সন্তান অনেক বেশি ভাগ্যবানজানিয়েছে এনডিটিভি
মা-বাবার পছন্দে ২০১০ সালে প্রিয়াংকাকে বিয়ে করেছিলেন বিবেকতাঁর অভিনীতজয়ন্ত ভাই কি লাভ স্টোরিএবং জিলা গাজিবাদছবি দুটি মুক্তি পাচ্ছে যথাক্রমে ১৫ ও ২২ ফেব্রুয়ারি

 

 

 

নিউজরুম

 

শেয়ার করুন