বিনোদন ডেস্ক(০৬ ফেব্রুয়ারী): বাবা হলেন বিবেক ওবেরয়। বলিউডের এ অভিনেতার স্ত্রী প্রিয়াংকা আলভা আজ বুধবার ভোরে তাঁদের প্রথম সন্তানের জন্ম দিয়েছেন। ছেলের বাবা হওয়ায় এ আনন্দের খবর জানিয়ে আজ ভোরেই টুইট করেছেন বিবেক।
বাবা হওয়ার আনন্দে উচ্ছ্বসিত বিবেক টুইটার বার্তায় লিখেছেন, ‘আজ আমার জীবনের সবচেয়ে বিশেষ একটি দিন। আমাদের ছোট্ট সন্তানকে আজ ভোরে পৃথিবীতে স্বাগত জানিয়েছি প্রিয়াংকা ও আমি। অনুপম সৌন্দর্য আর সুস্বাস্থ্যের অধিকারী ছেলে পেয়েছি আমরা।’
বিবেক আরও লিখেছেন, ‘আমাদের অফুরন্ত ভালোবাসা, দোয়া ও আশীর্বাদ করার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সত্যিই আমাদের সন্তান অনেক বেশি ভাগ্যবান।’ জানিয়েছে এনডিটিভি।
মা-বাবার পছন্দে ২০১০ সালে প্রিয়াংকাকে বিয়ে করেছিলেন বিবেক। তাঁর অভিনীত ‘জয়ন্ত ভাই কি লাভ স্টোরি’ এবং ‘জিলা গাজিবাদ’ ছবি দুটি মুক্তি পাচ্ছে যথাক্রমে ১৫ ও ২২ ফেব্রুয়ারি।
নিউজরুম