বিনোদন ডেস্ক(৭ জানুয়ারী): ভারতের জি বাংলার ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জারস ৬’ প্রতিযোগিতারচ্যাম্পিয়ন আবু হেনা রনি এবার চলচ্চিত্রে অভিনয় করছেন। ছবির নাম পদ্মপাতারজল। পরিচালনা করছেন তন্ময় তানসেন। এরই মধ্যে এফডিসিতে রনি তাঁর প্রথম ছবিরশুটিংয়ে অংশ নিয়েছেন। রনি বলেন, ‘আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ওসংগীত বিভাগ থেকে স্নাতকোত্তর করেছি। ইচ্ছা ছিল অভিনয় করার। বন্ধুদেরউৎসাহে মীরাক্কেলে নাম লিখিয়েছিলাম। মীরাক্কেলে চ্যাম্পিয়ন হওয়ার পরউপস্থাপনা এবং টিভি নাটকে অভিনয় করেছি। এবার অভিনয় করছি চলচ্চিত্রে।’
প্রথমদিনের শুটিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে রনি বলেন, ‘প্রথম দিন প্রথম শট দেওয়ারসময় কিছুটা ভয় কাজ করেছিল। পরে অবশ্য সবার সহযোগিতায় ভয় দূর হয়ে যায়।’
নিউজরুম