আবু হেনা রনি এবার চলচ্চিত্রে

0
2098
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক( জানুয়ারী): ভারতের জি বাংলার মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জারস ৬প্রতিযোগিতারচ্যাম্পিয়ন আবু হেনা রনি এবার চলচ্চিত্রে অভিনয় করছেনছবির নাম পদ্মপাতারজলপরিচালনা করছেন তন্ময় তানসেনএরই মধ্যে এফডিসিতে রনি তাঁর প্রথম ছবিরশুটিংয়ে অংশ নিয়েছেনরনি বলেন, ‘আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ওসংগীত বিভাগ থেকে স্নাতকোত্তর করেছিইচ্ছা ছিল অভিনয় করারবন্ধুদেরসাহে মীরাক্কেলে নাম লিখিয়েছিলামমীরাক্কেলে চ্যাম্পিয়ন হওয়ার পরউপস্থাপনা এবং টিভি নাটকে অভিনয় করেছিএবার অভিনয় করছি চলচ্চিত্রে
প্রথমদিনের শুটিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে রনি বলেন, ‘প্রথম দিন প্রথম শট দেওয়ারসময় কিছুটা ভয় কাজ করেছিলপরে অবশ্য সবার সহযোগিতায় ভয় দূর হয়ে যায়

 

নিউজরুম

 

শেয়ার করুন