৮ম সংবাদপত্র মজুরি বোর্ডের মেয়াদ ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি

0
243
Print Friendly, PDF & Email

ঢাকা (২৪ ডিসেম্বর) : অষ্টম সংবাদপত্র মজুরি বোর্ডের মেয়াদ ১৮ ডিসেম্বর থেকে বাড়িয়ে আগামী ২৮ ফেব্রুয়ারি করা হয়েছে।

তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সোমবার একথা জানানো হয়।

তবে অষ্টম সংবাদপত্র মজুরি বোর্ডের কার্যপরিধি ও অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, সাংবাদিকদের বেতন-কাঠামো নির্ধারণের জন্য গত ১৮ জুন বিচারপতি কাজী এবাদুল হককে প্রধান করে ১৩ সদস্যের অষ্টম ওয়েজ বোর্ড গঠন করা হয়। এ বোর্ডের ছয় মাস অর্থাৎ ১৮ ডিসেম্বরের মধ্যে বেতন-কাঠামো নির্ধারণ করে প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। বোর্ড গত ১৮ অক্টোবর ৫০ শতাংশ মহার্ঘ্য ভাতা ঘোষণা করেছে। বিচারপতি কাজী এবাদুল হক বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক চেয়ারম্যান।

বোর্ডের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন—দ্য ডেইলি স্টারের প্রকাশক ও সম্পাদক মাহফুজ আনাম, দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, ইউএনবির প্রধান সম্পাদক এনায়েতউল্লাহ খান, দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, দি নিউ এজ পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক এ এস এম শহীদুল্লাহ খান ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী। তথ্য মন্ত্রণালয় অষ্টম সংবাদপত্র মজুরি বোর্ডকে সাচিবিক সহায়তা দিচ্ছে।

নিউজরুম

শেয়ার করুন