শিক্ষা ডেস্ক(১৬ জানুয়ারী): কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে গতকালমঙ্গলবার সচেতন ভুক্তভোগী শিক্ষার্থীদের ব্যানারে একটি প্রতিবাদ মিছিলহয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়েরমানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে থেকে একটি মিছিল শুরু হয়ে বিভিন্নসড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। মিছিল শেষে একটি সংক্ষিপ্তসমাবেশ হয়। সমাবেশে শিক্ষার্থীরা গত ১৯ নভেম্বর ও ১২ জানুয়ারি শিক্ষকদেরওপর হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের বিচার ও শাস্তির দাবি জানান। গতকালেরএ প্রতিবাদ মিছিল সচেতন ভুক্তভোগী শিক্ষার্থীদের ব্যানারে অনুষ্ঠিত হলেওউল্লেখযোগ্য পরিমাণে বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের নেতা-কর্মীরা উপস্থিতছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
নিউজরুম