বিনোদন ডেস্ক, ২২ ডিসেম্বর ।। হাসপাতাল ছেড়েছেন অভিনেত্রী মনীষাকৈরালা। নিউইয়র্কে সফল অস্ত্রোপচারের পর বর্তমানে তার অবস্থা স্থিতিশীলরয়েছে বলে জানিয়েছেন তার ব্যবস্থাপক সুব্রত ঘোষ। ডিম্বাশয় ক্যানসারেআক্রান্ত বলিউডের এই অভিনেত্রী উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রেযান।চিকিৎসা নেন সেখানকার হাসপাতালে। সুব্রত জানান গত ১০ ডিসেম্বর মনীষারদেহে অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। অস্ত্রোপচার শেষে সপ্তাহখানেকহাসপাতালে থাকার পর ১৮ ডিসেম্বর মঙ্গলবার হাসপাতাল ছেড়ে হোটেলে উঠেছেনতিনি। মনীষার সঙ্গে তার বাবা-মা রয়েছেন।’ এক খবরে এমনটিই জানিয়েছেইন্দো-এশিয়ান নিউজ।
মনীষা নিউইয়র্কে আর কতদিন থাকবেন—এমন প্রশ্নের জবাবে সুব্রত জানিয়েছেন, অস্ত্রোপচার সম্পন্ন হলেও, মনীষার চিকিত্সা প্রক্রিয়া এখনও শেষ হয়নি।এজন্য অন্তত আরও তিন মাস নিউইয়র্কে থাকতে হবে তাকে। পুরোদমে তার চিকিত্সাচলছে এবং তিনি ধীরে ধীরে সেরে উঠছেন। অত্যন্ত সাহসিকতার সঙ্গে ক্যানসারেরবিরুদ্ধে যুদ্ধ করছেন তিনি।
নভেম্বর মাসের শুরু থেকে কাঠমান্ডুতে অবস্থান করছিলেন নেপালি বংশোদ্ভূত ৪২বছর বয়সী এ অভিনেত্রী। সেখানে তিনি নিজের নতুন বাড়ি তৈরির কাজেরতত্ত্বাবধান করছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সামাজিক যোগাযোগ রক্ষার একটিওয়েবসাইটে মনীষা জানান, খাদ্যের বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছিলেন তিনি।
পরবর্তীতে স্বাস্থ্য পরীক্ষার পর তার ডিম্বাশয়ে ক্যানসার ধরা পড়ে।