হাসপাতাল ছাড়লেন মনীষা কৈরালা

0
425
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক,  ২২ ডিসেম্বর ।। হাসপাতাল ছেড়েছেন অভিনেত্রী মনীষাকৈরালানিউইয়র্কে সফল অস্ত্রোপচারের পর বর্তমানে তার অবস্থা স্থিতিশীলরয়েছে বলে জানিয়েছেন তার ব্যবস্থাপক সুব্রত ঘোষডিম্বাশয় ক্যানসারেআক্রান্ত বলিউডের এই অভিনেত্রী উন্নত চিকিসার জন্য যুক্তরাষ্ট্রেযানচিকিসা নেন সেখানকার হাসপাতালেসুব্রত জানান গত ১০ ডিসেম্বর মনীষারদেহে অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছেঅস্ত্রোপচার শেষে সপ্তাহখানেকহাসপাতালে থাকার পর ১৮ ডিসেম্বর মঙ্গলবার হাসপাতাল ছেড়ে হোটেলে উঠেছেনতিনিমনীষার সঙ্গে তার বাবা-মা রয়েছেনএক খবরে এমনটিই জানিয়েছেইন্দো-এশিয়ান নিউজ
মনীষা নিউইয়র্কে আর কতদিন থাকবেনএমন প্রশ্নের জবাবে সুব্রত জানিয়েছেন, অস্ত্রোপচার সম্পন্ন হলেও, মনীষার চিকিত্সা প্রক্রিয়া এখনও শেষ হয়নিএজন্য অন্তত আরও তিন মাস নিউইয়র্কে থাকতে হবে তাকেপুরোদমে তার চিকিত্সাচলছে এবং তিনি ধীরে ধীরে সেরে উঠছেনঅত্যন্ত সাহসিকতার সঙ্গে ক্যানসারেরবিরুদ্ধে যুদ্ধ করছেন তিনি
নভেম্বর মাসের শুরু থেকে কাঠমান্ডুতে অবস্থান করছিলেন নেপালি বংশোদ্ভূত ৪২বছর বয়সী এ অভিনেত্রীসেখানে তিনি নিজের নতুন বাড়ি তৈরির কাজেরতত্ত্বাবধান করছিলেনহঠা অসুস্থ হয়ে পড়লে সামাজিক যোগাযোগ রক্ষার একটিওয়েবসাইটে মনীষা জানান, খাদ্যের বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছিলেন তিনি
পরবর্তীতে স্বাস্থ্য পরীক্ষার পর তার ডিম্বাশয়ে ক্যানসার ধরা পড়ে

 

শেয়ার করুন