বিনোদন ডেস্ক: প্রথমবারের মত চলচ্চিত্র অভিনেত্রী চম্পা প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে বিচারকের আসনে বসলেন।
বিচারক হিসেবে তাকে দেখা যাবে পরীক্ষামূলক সম্প্রচারে থাকা এশিয়ান টিভির নাচের অনুষ্ঠান স্টার ড্যান্স ২০১৩-তে।
এই গুণী শিল্পী অভিনয়ে দীর্ঘ সময় পার করলেও এর আগে প্রতিযোগিতামূলক কোনও অনুষ্ঠানে বিচারক হিসেবে তাকে দেখা যায়নি।
চম্পা জানান, স্টার ড্যান্স-এর মাধ্যমে প্রথমবারের মতো তিনি কোনও অনুষ্ঠানে বিচারক হলেন।
তিনি জানান, গত শুক্রবার স্টার ড্যান্স-এর অনুষ্ঠানে অংশ নেন।
জানতে চাইলে চম্পা বলেন, স্টার ড্যান্স-এ বিচারক হিসেবে কাজ করে আমি আনন্দ পেয়েছি। তাছাড়া এই অনুষ্ঠানের কনসেপ্টও একটু ভিন্ন রকম। অনুষ্ঠানটি দেখে আশা করছি দর্শকদেরও ভালো লাগবে।
স্টার ড্যান্স অনুষ্ঠানে ৭টি দল প্রতিযোগিতা করছে। প্রতিটি দলের প্রধান হলেন বিনোদন জগতের তারকারা। সেই সঙ্গে প্রতিটি দলে তারকাদের সঙ্গে রয়েছেন প্রতিভাবান নতুন শিল্পীরা।
৭টি দলের তারকাদের মধ্যে আছেন- জাকিয়া বারি মম, নিপূণ, বিদ্যা সিনহা মিম, তমা মির্জা, ঈশানা, মৌসুমী বিশ্বাস। আর অনুষ্ঠানটির উপস্থাপনায় আছেন নাবিলা।
অনুষ্ঠানের টাইটেল স্পন্সর ডায়মন্ড ওয়ার্ল্ড এবং অনুষ্ঠানটির সহযোগী স্পন্সর ম্যাক্সোফোনি ও এসএমজি।
আপলোড ১৬ ডিসেম্বর ২০১২