রুপসীবাংলা, নাটোর (১০ ডিসেম্বর) : বিএনপির কেন্দ্রীয় স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও নাটোর জেলা বিএনপির সভাপতি সাবেক উপমন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে গ্রেফতারের প্রতিবাদে সোমবার নাটোরে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে।
জেলা বিএনপির ডাকা এ হরতালের শুরুতে সকাল ৬টার দিকে পুলিশ প্রহরায় ঢাকাগামী দিবাকোচ হানিফ, ন্যাশনাল, শ্যামলী ও কেয়া পরিবহনের কয়েকটি বাস নাটোর ছেড়ে গেছে। তবে নাটোর কেন্দ্রীয় টার্মিনাল থেকে লোকাল কোনো বাস চলাচল করছে না।
সরেজমিন দেখা যায়, রাস্তায় রিকশা, ভ্যানসহ কিছু হালকা যানবাহন ছাড়া কোনো ভারী যানবাহন চলাচল করছেনা। বন্ধ রয়েছে শহরের সব দোকান-পাটও। অফিস, আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলেও লোক সমাগম তুলনামূলক কম।
এদিকে, হরতালের পক্ষে বিপক্ষে কোনো মিছিল চোখে পড়েনি। তবে শহরের বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করছেন।
উল্লেখ্য, শনিবার রাত ১১টার দিকে নাটোরে এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বাড়ির সামনে বিএনপি-যুবলীগ বন্দুক যুদ্ধে যুবলীগের নাটোর শহর শাখার যুগ্ম-সম্পাদক পলাশ দাশ গুলিবিদ্ধ হন। এ ঘটনায় রাত ১টার দিকে দুলুকে গ্রেফতার করে নাটোর থানার পুলিশ।
নিউজরুম