চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট আইন, ২০১২অনুমোদন

0
782
Print Friendly, PDF & Email

রুপসীবাংলা,ঢাকা (১৯ নভেম্বর) :বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট আইন, ২০১২- এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভাসোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়

মন্ত্রিসভারবৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশার‍রাফ হোসাইন ভূইঞা প্রেস ব্রিফিংয়ে এতথ্য জানানতিনি জানান, টেলিভিশনের অনষ্ঠান ও সাংবাদিকতার মান উন্নয়নেএকটি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবেমন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘‘চলচ্চিত্র শিল্পের সঙ্গে কর্মরত ব্যক্তিদের দীর্ঘদিনের দাবি ছিল এটাকেশিল্প হিসেবে ঘোষণা করাসরকার বিষয়টির গুরুত্ব বিবেচনা করে চলচ্চিত্র ওটেলিভিশনের উন্নয়নের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে

এ আইন অনুযায়ী চলচ্চিত্রশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট একজন বরেণ্য ব্যক্তি এ ইনস্টিটিউটের চেয়ারম্যানহবেনইনস্টিটিউট পরিচালনার একটি কাউন্সিল থাকবে

একজন যুগ্ম-সচিব একাউন্সিলের প্রধান হবেনতিনি ইনস্টিটিউট পরিচালনা করবেন’’তিনি আরও বলেন, ‘‘এ প্রতিষ্ঠানে চলচ্চিত্র ও টেলিভিশন সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেওয়া হবে’’

 

নিউজরুম

শেয়ার করুন