নাটোর প্রতিবেদক,(১১ নভেম্বর) : নাটোরে রোববার বেলা দেড়টার দিকে আখের জমিতে অগ্নিকান্ডে প্রায় এক’শ বিঘা জমির আখ পুড়ে গেছে। নাটোর শহরতলির চিতলগাড়ী বিলে এঘটনা ঘটে। তবে ক্ষয়-ক্ষতির সঠিক হিসাব জানা যায়নি।
নাটোর ফায়ার সার্ভিস ও এলাকাবাসি জানায়, দুপুর দেড়টার দিকে শহরতলীর চিতলমারী বিলে আখের জমিতে আগুনে সূত্রপাত হয়। মুহুর্তেই আগুন বিলের চতুর্দিকে ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে নাটোর ও দয়ারামপুরে ফায়ার ব্রিগেড সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুইঘন্টা চেষ্টা চালিয়ে বেলা ৪ টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে। এসময় বিলের আলাইপুর, আমহাটি, কদমতলা প্রায় তিনশ একর জমির আখ পুড়ে যায়।
ফায়ার ব্রিগেড সার্ভিসের উপ-পরিচালক আব্দুর রউফ জানান, ধূমপায়ী অথবা নেশাগ্রস্থদের আগুন থেকে আগ্নিকান্ড ঘটেছে।
সম্পাদনা আলীরাজ/ রাফি, নিউজরুম