যুক্তরাজ্যে নতুন হাইকমিশনার মিজারুল কায়েস

0
301
Print Friendly, PDF & Email

রুপসীবাংলা, ঢাকা (১৮ নভেম্বর) :পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েসকেযুক্তরাজ্যের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকারমিজারুল কায়েস ২০০৯ সালের ৮ জুলাই থেকে পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালনকরছেন
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (মিডিয়া) আজিজুর রহমানের সই করা একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে

 

এ মুহূর্তে যুক্তরাজ্যের হাইকমিশার হিসেবে দায়িত্ব পালন করছেন সাইদুর রহমান খান
বর্ণাঢ্যকর্মজীবনে মিজারুল কায়েস মালদ্বীপের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেনরাশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেনএছাড়া তিনি একইসময়ে বেলারুশ, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া ও ইউক্রেনের রাষ্ট্রদুতহিসেবে দায়িত্ব পালন করেনটোকিও, জেনেভা ও সিংঙ্গাপুরের বিভিন্ন কূটনৈতিকমিশনেও অংশ নেন তিনিতিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্ক, সাউথ ইস্টএশিয়া, ইকোনোমিক অ্যাফেয়ার্স, এক্সটার্নাল পাবলিসিটি ও ইউএনসিএলওএসডেস্কের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন

 

মিজারুল কায়েস ঢাকাবিশ্ববিদ্যালয়ের লিবারেল আর্টস বিভাগ থেকে স্নাতক ও যুক্তরাষ্ট্রেরহার্ভার্ড কেনেডি স্কুল অব গভর্নমেন্টথেকে লোক প্রশাসনে স্নাতকোত্তরডিগ্রি নিয়েছেন
বিভিন্ন আঞ্চলিক, আন্তর্জাতিক ও জাতিসংঘের বিভিন্নসভায় তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেনসম্প্রতি তিনি ইন্টারন্যাশনালসিভিল সার্ভিস কমিশনের (আইসিএসসি) সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেনএর আগেতিনি জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনস ওয়ার্কিং গ্রুপ অন মাইগ্রেটসঅ্যান্ড হিউম্যান রাইটসএর বিশেষজ্ঞ সদস্য ছিলেন
মিজারুল কায়েসশিল্প-সাহিত্যেরও একজন পৃষ্টপোষকতিনি বাংলা একাডেমী ও জাতিসংঘেরঅ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আজীবন সদস্যবিশ্ব সাহিত্য কেন্দ্রেরট্রাস্টি বোর্ডের সদস্যও তিনিব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনকতারস্ত্রী নাইমা সি. কায়েস

 

.

 

নিউজরুম

 

শেয়ার করুন