পুতুল সম্পর্কে সংবাদ প্রকাশিত হওয়ায় জামালপুর তোলপাড়

0
447
Print Friendly, PDF & Email

রুপসীবাংলা, জামালপুর (১১ নভেম্বর) :বাংলানিউজটোয়েন্টিফোর.কম ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন-এ সাংবাদিক পুতুলসম্পর্কে সংবাদ প্রকাশিত হওয়ায় জামালপুরের ইসলামপুরে তোলপাড় সৃষ্টি হয়েছেস্থানীয়এমপি মো. ফরিদুল হক দুলাল উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আনোয়ারহোসেন ও হারুন অর রশিদের নাম প্রকাশিত হওয়ায় স্থানীয় সাংবাদিকের প্রতিক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।<br>

তিনি স্থানীয় আওয়ামী লীগেরপ্রচার সম্পাদক আনোয়ার হোসেন ও ভূমিদস্যু হারুনকে ডেকে নিয়ে সাংবাদিকপুতুলকে চরিত্রহীনদেহ ব্যবসায়ীবানানোর জন্য গণস্বাক্ষর সংগ্রহঅভিযান চালানোর নির্দেশ দেনএমপির নির্দেশ পেয়ে সাংবাদিক পুতুলের বিরুদ্ধে গণস্বাক্ষর সংগ্রহের অভিযান শুরু করেছেনএবিষয়েইসলামপুরের বাসিন্দা মুকুল মিয়া জানান, তার কাছ থেকেওস্বাক্ষর নেওয়ার চেষ্টা করা হয়কিন্তু তাতে তিনি রাজি হননি<br>

 
বিষয়ে এমপি মো. ফরিদুল হক দুলালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাংলানিউজকেবলেন, “আমি আর আপনাদের সঙ্গে কথা বলবো নাতিনি ক্ষুব্ধ কণ্ঠে বলেন, “ইসলামপুরে এসে সব কিছু দেখে তারপর সংবাদ করবেন<br>

পুতুলের বিরুদ্ধেগণস্বাক্ষর অভিযান পরিচালনার নির্দেশনা বিষয়ে জানতে চাইলে এমপি ফরিদুল হকদুলাল উল্টো প্রশ্ন করেন, “আমি কি এসব করতে পারি?”<br>

 

নিউজরুম

শেয়ার করুন