ঢাকা, (১৪ ডিসেম্বর): বিশ্বজিৎ হত্যাকাণ্ডের দায় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। তিনি বলেছেন, ছাত্রলীগের সন্ত্রাসীরাই তাকে হত্যা করেছে। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দাবি করেন বিশ্বজিৎ হত্যাকান্ডের সঙ্গে জড়িতরা ছাত্রলীগের নেতাকর্মী নন। তারা জামায়াত-শিবিরের কর্মী। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরও বলেন, বিশ্বজিৎ হত্যাকা- জামায়াত-শিবিরের কর্মীরা ঘটিয়েছে।
এম কে আনোয়ার বলেন, পদ্মাসেতু প্রকল্পে সরকারের মন্ত্রীদের দুর্নীতি বিশ্বব্যাংকের কাছে প্রমাণ হয়েছে। আবুল হোসেনকে এখনো আইনের আওতায় আনা হচ্ছে না। কারণ, এতে আরো বড় দুর্নীতি বের হয়ে আসবে।
নিউজরুম