আটোরিকশার ধাক্কার জেরে মাইকে ঘোষণা দিয়ে প্রতিপক্ষের ৪৫ বাড়িঘরে হামলা, ভাঙচুর-লুটপাট চালানো হয়েছে। এ সময় ভাঙচুর করা হয় ৩০ বাড়িঘর ও ১৫টি দোকান। এসময় হামলায় ১৫ জন আহত হন।
রবিবার দুপুরে জামালপুরের শহরতলীর ছোটগড় এলাকায় পাশের পলাশগড়ের লোকজন এ হামলা করে।
পুলিশ জানায়, গত শুক্রবার জামালপুর শহরতলীর ছোটগড় এলাকায় একজনের গায়ে অটোরিকশার ধাক্কা লাগলে ছোটগড় এলাকার লোকজন পলাশগড় এলাকার অটোচালক তামিমকে মারধর করে। ওই ঘটনার জের ধরে দুদিন ধরে ছোটগড় ও পলাশ গড় এলাকাবাসীর মধ্যে উত্তেজনা চলছিল।
রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে মাইকে ঘোষণা দিয়ে পলাশগড় এলাকার কয়েকশ লোক জড়ো হয়ে রামদা, লাঠিসোঠা ও দেশিয় অস্ত্র নিয়ে ছোটগড় এলাকায় হামলা চালায়। এ সময় তারা ছোটগড় এলাকার ৩০ বাড়িঘর ও ১৫ দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এতে ১৫ জন এলাকাবাসী আহত হয়।
আহতদের মধ্যে শীলা, খোকন, ইমরান, রানা, মিঠুন, ফারুক, সুমন, আনার, রাফি, শহীদ, নজরুল, মুসাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে জামালপুর থানার সাব-ইন্সপেক্টর শাহ নেওয়াজ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।