ভিকারুননিসায় শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন, অভিভাবকদের বিক্ষোভ

0
570
Print Friendly, PDF & Email

বাবার অপমান সইতে না পেরে ভিকারুননিসার শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনার প্রতিবাদে পরীক্ষা বর্জন করছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে স্কুল গেটের সামনে বিক্ষোভ করেন অভিভাবকরাও।
ঘটনাস্থলে এসে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। জানান, এর সুষ্ঠু তদন্তের জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে নির্দেশ দেয়া হয়েছে। যাওয়ার পথে শিক্ষামন্ত্রীকে অবরোধ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
এসময় তারা দোষী শিক্ষকসহ অধ্যক্ষের অপসারণ দাবি করেন। এর আগে স্কুলের অধ্যক্ষ জানান, শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্কুল কর্তৃপক্ষ। তিন দিনের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শীর্ষ নিউজ/

শেয়ার করুন