তারেক রহমানের সাক্ষাৎকার নেওয়ার বিষয়ে ইসির দৃষ্টি আকর্ষণ কাদেরের

0
115
Print Friendly, PDF & Email

ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকার নেওয়ার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ রবিবার বলেছেন, তিনি একজন দণ্ডিত আসামি। এমন কেউ নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে পারে কী না জাতির কাছে এ প্রশ্ন রইল। এ বিষয়ে আমরা নির্বাচন কমিশনেরও (ইসি) দৃষ্টি আকর্ষণ করছি।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ রবিবার সকাল সাড়ে ৯টা থেকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু হয়।

সাংবাদিকদের অন্য একটি প্রশ্নে ওবায়দুল কাদের আরও বলেন, এবারের নির্বাচন আরও ভালো হবে, স্বচ্ছ হবে। শতভাগ স্বচ্ছ হবে তা বলতে পারি না। আমেরিকার নির্বাচন নিয়েও প্রশ্ন আছে। আরও অনেক দেশের নির্বাচন নিয়েও প্রশ্ন আছে।

বিডি প্রতিদিন/

শেয়ার করুন