বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে আগামী ৪ অক্টোবর চট্টগ্রাম লালদিঘী ময়দানে জনসভা করার ঘোষণা দিয়েছে মহানগর বিএনপি।
শনিবার সকালে চট্টগ্রাম মহানগর বিএনপি কার্যালয় নাসিমন ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন এ ঘোষনা দেন।
এসময় তিনি অভিযোগ করে বলেন, চট্টগ্রাম নগরীতে গত ১০ দিনে ২০টিরও অধিক মামলা দেয়া হয়েছে বিএনপি নেতাকর্মীদের নামে। এছাড়া গত কয়েকদিনে দেড় শতাধিক বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
আসন্ন জাতীয় নির্বাচনকে ৫ জানুয়ারির মতো এক তরফা ও ভোটারবিহীন করার নীল নকশার অংশ হিসেবে এই গ্রেপ্তার ও গায়েবি মামলা বলে অভিযোগ করেন বিএনপি নেতারা।
বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের পর চরিত্র হননের জন্য ইয়াবাসহ বিভিন্ন মামলায় ফাসানো হচ্ছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন বিএনপি নেতারা।
সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারন সম্পাদক আবুল হাশেম বক্করসহ বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম