চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত

0
355
Print Friendly, PDF & Email

চাঁদপুর,( ৬ফেব্রুয়ারী) : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার নোয়াগাঁও এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. সাদ্দাম হোসেন (২৮) নামে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য নিহত হয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদ্দাম হোসেন নোয়াগাঁও এলাকার  মো. সিরাজুল ইসলামের ছেলে। তিনি চট্টগ্রাম বিজিবিতে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সাদ্দাম ফরিদগঞ্জ বাজার থেকে শ্যালো ইঞ্জিন চালিত নসিমনে করে বাড়ি ফিরছিলেন। পরে ওই এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে নসিমনটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে সাদ্দাম গুরুতর আহত হন।

এ অবস্থায় তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক মো. সিরাজুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

নিউজরুম

শেয়ার করুন