ভারতের স্থায়ী সদস্যের বিরোধিতায় পাকিস্তান

0
214
Print Friendly, PDF & Email

জাতিসঙ্ঘর নিরাপত্তা পরিষদে ভারতকে স্থায়ী সদস্য হিসেবে দেখতে চায় না পাকিস্তান। তিন দিনের ভারত সফরে এসে ওবামা বলে গেছেন, ভারতকে জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে মনোনয়নের প্রস্তাব দেবেন।

ওবামার এই বক্তব্যের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই পরেই পাকিস্তানের নিরাপত্তা ও পরাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শদাতা সারতাজ আজিজ বুধবার বলেছেন, ‘ভারতকে নিরাপত্তা পরিষদের স্থায়ী প্রতিনিধির মনোনয়ন দিলে দক্ষিণ-পূর্ব এশিয়ার শান্তি ও স্থিতাবস্থা বিপন্ন হবে।’

একই সঙ্গে ভারতককে পরমাণু শক্তি রফতানিকারি দেশের মর্যাদা দেয়া নিয়েও উষ্মা প্রকাশ করেছেন আজিজ।

ভারতে তিন দিনের সফরে এসে ওবামা শ্রী ফোর্ট অডিটোরিয়াম থেকে বলেন, “বিশ্বের সন্ত্রাস দমনের জন্যে দুটি দেশের মধ্যে শিল্প ও পরিকাঠামোর চুক্তিরও আগে অন্যতম বিষয় হিসেবে রাখা উচিত সন্ত্রাস দমন। বিশ্ব সন্ত্রাস দূর করার লক্ষে আমি চাই ভারতকে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে মনোনয়ন দেয়া হোক।”

শেয়ার করুন