নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

0
375
Print Friendly, PDF & Email

বাস চাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে রাজধানী ঢাকায় শুরু হওয়া আন্দোলনে ধারাবাহিকতায় ৯ দফা বাস্তবায়নের দাবিতে নাটোরে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার সকালে নাটোর এনএস সরকারী কলেজ, রাণী ভবানী সরকারি মহিলা কলেজ ও নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ বিক্ষোভ মিছিলে অংশ নেয়। সকাল ১১টার দিকে ওই তিনটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিরাপদ সড়ক দাবি করে মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার নাটোর প্রেসক্লাবের সামনে ফিরে আসে পরে।

মিছিল শেষে নাটোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে শিক্ষার্থীরা। মানববন্ধনে বক্তব্য রাখেন, নাটোর সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের কেবিনেট সভাপতি কাওসার আহমেদ, রানী ভবানী কলেজের শিক্ষার্থী মারজিয়া মনসুর আরশি, বাধন আহমেদ, এন এস সরকারী কলেজ ও নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী, রাজিউল, আদিত্য, নিলয়, রাকিব, সারোয়ার জাহান প্রমুখ।

মানববন্ধনে শিক্ষার্থীরা সড়ক দুর্ঘটনায় নিহতদের ক্ষতিপূরণ এবং দায়ী ব্যক্তিদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।

শেয়ার করুন