অপহরণের তিন দিন পর জামালপুরের একটি হোটেল থেকে স্কুলছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে তিন অপহরণকারীকেও।
সরিষাবাড়ি থানার এএসআই সাইফুল ইসলাম জানান, বুধবার রাতে শহরের স্টেশন রোডের আবাসিক হোটেল ‘আল সিরাজে’ এ অভিযান চালানো হয়।
সেখানে ২৯ নম্বর কক্ষ থেকে উদ্ধার হয় অপহৃত নাজমুল ইসলাম বাবুকে (১৭)।
আটক অপহরণকারীরা হলেন- জামালপুর সদর উপজেলার বালুআটা গ্রামের সুজন (২৫) ও দুই হোটেল বয় রুবেল মাহমুদ (৩০) ও ফিরোজ (২৮)।
ঘটনার পর থেকে হোটেল মালিক লেবু মিয়া পলাতক বলে জানিয়েছে পুলিশ।
গত ৩১ মার্চ জামালপুরের সরিষাবাড়ি থেকে অপহরণ করা হয়েছিল এসএসসি পরীক্ষার্থী নাজমুল ইসলামকে। এর পর অপহরণকারীরা তার মুক্তিপণের জন্য পরিবারের কাছে সাড়ে ৩ লাখ টাকা দাবি করে।
পরে মোবাইল ট্র্যাকিং করে অপহরণকারীদের অবস্থান নিশ্চিত হয় পুলিশ।
এএসআই সাইফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অপহরণের পর নাজমুলকে কোমল পানীয়র সঙ্গে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে হাত, পা, মুখ বেঁধে রাখা হয়েছিল। পুলিশের উপস্থিতি দেখে হোটেলের মালিক ও ম্যানেজার পালিয়ে গেছে।”