রাজধানীর নীলক্ষেত মোড়ে বলাকা সিনেমা হলের সামনে আজিমপুর থেকে গাজীপুরগামী ভিআইপি পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
রোববার সন্ধ্যায় সোয়া সাতটায় এ ঘটনা ঘটে। পেট্রোল বোমায় বাসটির (ঢাকা মেট্রো জ-২৭৯৬) অধিকাংশ অংশই পুড়ে যায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।