নীলফামারীতে কলেজ ছাত্রীর আত্মহত্যা

0
388
Print Friendly, PDF & Email

নীলফামারীতে এক কলেজ ছাত্রী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

মৃত কলেজ ছাত্রীর নাম ঝর্ণা রায় (১৯) নীলফামারীর ডিমলা উপজেলার সুন্দরখাতা গ্রামের সুবাস রায়ের মেয়ে ও নীলফামারী সরকারী কলেজের দর্শন বিভাগের অনার্স ১ম বর্ষের ছাত্রী।

জানা যায়, ঝর্ণা রায় জেলা শহরের কলেজসংলগ্ন বৃষ্টি ছাত্রী নিবাসে থেকে পড়ালেখা করছিল। গতকাল মঙ্গলবার রাতে তিনি সবার অগোচরে ছাত্রী নিবাসে নিজরুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে অাজ বুধবার সকালে পুলিশ লাশ উদ্ধার করেছে।

এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে বলে জানান নীলফামারী সদর থানার ওসি (তদন্ত) বাবুল আক্তার।

শেয়ার করুন