রাখির নতুন দল গঠন, প্রতীক ‘কাঁচা মরিচ’!

0
132
Print Friendly, PDF & Email

চলচ্চিত্র ও টেলিভিশন তারকা রাখি সাওয়ান্ত আসন্ন লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য নতুন দল গঠনের ঘোষণা দিয়েছেন। তার দলের নাম রাষ্ট্রীয় আম পার্টি (আরএএপি)। নির্বাচনি প্রতীক হিসেবে নিজের ব্যক্তিত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ‘কাঁচা মরিচ’ চেয়েছেন তিনি। একই সঙ্গে বিনোদন জগতকে বিদায় জানিয়েছেন রাখি। আজ শনিবার মহারাষ্ট্র প্রদেশের রাজধানী মুম্বাইয়ে একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। খবর টাইমস অব ইন্ডিয়ার।
সংবাদ সম্মেলনে রাখি বলেন, আমি এখন আর কোনও অনাথ রাজনীতিক নই। এখন আমার নিজের দল রয়েছে। আমি এ দলের সহ-সভাপতি। বাকিদের নাম পরে ঘোষণা করা হবে। আসন্ন লোকসভা নির্বাচনে তিনি উত্তর মুম্বাই থেকে প্রতিদ্ববন্দ্বিতা করবেন বলে জানান।
তার দলের নাম আম আদমি পার্টির (এএপি) নকল নয় বলে দাবি করেন রাখি। বলেন, দুটি দল এক নয়। আমি কয়েক দিন পরেই আমার দলের রাজনৈতিক ইশতেহার ঘোষণা করব। আমি গরিব লোকদের জন্য কাজ করতে চাই এবং নারী উন্নয়নে অবদান রাখতে চাই। জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমি ‘দুখী জনতা’র সেবা করতে চাই এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে লড়াই করতে চাই।

শেয়ার করুন