বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্য দিয়ে সকাল-সন্ধ্যা হরতাল চলছে

0
178
Print Friendly, PDF & Email

বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্য দিয়ে সারাদেশে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকে সকাল-সন্ধ্যা হরতাল চলছে।
হরতালে সকাল ৬টার দিকে যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করে জামায়াত। এ সময় পুলিশ ও র্যাব ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।
সকাল সাড়ে ৫টার দিকে রাজধানীর শনির আকড়ায় হরতালের সমর্থনে মিছিল বের করে ছাত্রশিবির। সকাল ৬টার দিকে খিলগাঁওয়ে হরতালের সমর্থনে মিছিল বের করে ছাত্রশিবিরের ঢাকা মহানগর পূর্ব শাখা।
সকাল ৮টার দিকে রামপুরায় হরতালের সমর্থনে মিছিল করে যুবদল। এ সময় রাস্তা দাঁড়িয়ে থাকা একটি ছোট কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেয় হরতাল সমর্থনকারীরা। সকাল ৯টার দিকে রাজধানীর গোপিবাগে হরতালের সমর্থনে মিছিল বের করে মতিঝিল থানা জামায়াত। এ সময় পুলিশ ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।
এছাড়া সকালে শাহবাগ ও তেজগাঁওসহ রাজধানীর কয়েকটি স্থানে মিছিল করে ছাত্রদল ও যুবদল।
এদিকে সকাল থেকেই হরতালে রাজধানীর সড়কগুলোতে যান চলাচল ছিল খুবই কম। হরতালে দূরপাল্লার কোনো বাস চলাচল করেনি। তবে রেল চলাচল ছিল স্বাভাবিক। হরতালে অধিকাংশ দোকানপাট ও স্কুল-কলেজ বন্ধ রয়েছে।
তাছাড়া হরতালে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

শেয়ার করুন