জামায়াত-শিবির মোকাবেলায় চট্টগ্রামে পুলিশের রণপ্রস্তুতি

0
284
Print Friendly, PDF & Email

রুপসীবাংলা, চট্টগ্রাম (০৩ ডিসেম্বর) : জামায়াত-শিবিরের সমাবেশ, ঝটিকা মিছিল কিংবা যে কোন ধরনের সহিংস কর্মসূচী মোকাবেলায় রণপ্রস্তুতি নিয়ে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। নগরীর বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে জলকামান সহ বিভিন্ন ধরনের যানবাহন এবং সরঞ্জামও।

অনুমতি না পেলেও সোমবার বিকেল ৩টায় নগরীর পুরাতন রেলস্টেশন চত্বরে যে কোন মূল্যে সমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াত। এ ঘোষণা বিভিন্ন মিডিয়ায় প্রচারের পর রোববার রাত থেকে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশও।

নগর জামায়াতের প্রচার সম্পাদক মোহাম্মদ উল্লাহ  বলেন, `আমরা পুলিশের কাছে অনুমতি চেয়েছিলাম। তারা অনুমতি দেয়নি। কিন্তু এটি আমাদের কেন্দ্রঘোষিত কর্মসূচী। আমরা যে কোন মূল্যে রেলস্টেশন চত্বরে সমাবেশ করব।`

নগর পুলিশের দক্ষিণ জোনের উপ-কমিশনার আবদুল্লাহ হেল বাকী  বলেন, `জামায়াত যে কোন ঘোষণা দিতে পারে। কিন্তু আমাদের সিদ্ধান্ত হচ্ছে, আমরা তাদের কোন সমাবেশ, মিছিল করতে দেবনা। তাদের ঠেকাতে আমাদের সব ধরনের প্রস্তুতি আছে।`

নগর পুলিশের কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নগরীর শতাধিক পয়েন্টে রোববার রাত থেকে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়েছে প্রায় ৫`শ অতিরিক্ত পুলিশ।

এর বাইরে সংশ্লিষ্ট থানাকেও সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেয়া হয়েছে। দুপুর থেকে সব থানার পুলিশও মাঠে নামবে।

এছাড়া জামায়াত-শিবিরের সহিংস কর্মকান্ড মোকাবেলায় নগর পুলিশ জলকামান সহ বিভিন্ন আধুনিক সরঞ্জামও প্রস্তুত করে রেখেছে।

উপ-কমিশনার আবদুল্লাহ হেল বাকী  বলেন, `জলকামান সহ যেসব সরঞ্জাম সহিংস রাজনৈতিক কর্মসূচী মোকাবেলায় প্রয়োজন সবগুলোই প্রস্তুত আছে। নির্দেশ পেলেই সেগুলো মুভ করবে। জামায়াত-শিবিরকে কোন ধরনের ছাড় দেয়া হবেনা।`

উল্লেখ্য যুদ্ধাপরাধী হিসেবে অভিযুক্ত নেতাদের মুক্তির দাবিতে সোমবার সারাদেশে বিক্ষোভ সমাবেশের কর্মসূচী দেয় জামায়াত। একদিন আগে রোববার স্বরাষ্ট্র মন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর সমাবেশের অনুমতি না দেয়ার কথা বলে দেশের কোথাও তাদের কর্মসূচী পালন করতে দেয়া হবেনা বলে জানান।

নগর পুলিশের উপ-কমিশনার (সদর) বনজ কুমার মজুমদার  বলেন, `জামায়াত আমাদের কাছে সমাবেশের অনুমতি চেয়েছিল। কিন্তু আমরা অনুমতি দেইনি। সুতরাং অনুমতি ছাড়া তারা সমাবেশ করতে চাইলে সেটা তো বেআইনী হবে।`

নগর পুলিশের কোতয়ালী জোনের সহকারী কমিশনার আব্দুল মান্নান  জানান, জামায়াত-শিবিরের নাশকতা মোকাবেলায় রোববার রাতভর নগরীর জামায়াত শিবির নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে পুলিশ।

নিউজরুম

শেয়ার করুন