কিমের বিয়ে হবে নির্জন দ্বীপে

0
228
Print Friendly, PDF & Email

রূপসীবাংলা বিনোদন ডেস্ক :
আগের ৭২ দিনের সেই বিয়ের অভিজ্ঞতার কথা মাথায় রেখে এবার দ্বিতীয় বিয়ে একেবারেই জমজমাট করার ইচ্ছে নেই কিম কার্দাশিয়ানের। আর তাই বয়ফ্রেন্ড কেনি ওয়েস্টকে তিনি বিয়ে করতে চান নির্জন কোনো দ্বীপে অনাড়ম্বর ভাবে।
এ বিষয়ে এক ব্রিটিশ ম্যাগাজিনকে কিম বলেছেন, আমি সবসময় স্বপ্ন দেখতাম, বিশাল আয়োজন করে বিয়ে করার। প্রথম বিয়েতেই আমার সে অভিজ্ঞতা হয়ে গেছে। সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা সেই বিয়ের কোন কিছুই এখন আমার জীবনে অর্থ বহন করে না। আর তাই এবার কয়েকজন বন্ধু এবং আত্বীয় নিয়ে আমি বিয়ে করবো নির্জন দ্বীপে। কিমের সাবেক স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর কিম প্রায় সাত মাস ধরে প্রেম করছেন র‌্যাপ শিলী কেনির সঙ্গে।
নিউজরুম

শেয়ার করুন