কার্গোর ধাক্কায় আড়াইশ যাত্রী নিয়ে লঞ্চডুবি

0
425
Print Friendly, PDF & Email

কার্গোর ধাক্কায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে আড়াইশ যাত্রী নিয়ে ‘এমভি মোস্তফা’ লঞ্চটি ডুবে গেছে।

রোববার বেলা পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।

পাটুরিয়া লঞ্চঘাট শাখার সুপারভাইজার আব্দুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলামেইলকে জানান, আড়াইশ যাত্রী নিয়ে পাটুরিয়া থেকে ‘এমভি মোস্তফা’ দৌলতদিয়া যাচ্ছিল। মাঝপদ্মায় যেতেই বাঘাবাড়ী থেকে আসা একটি ইউরিয়া সারভর্তি কার্গো ওই লঞ্চকে ধাক্কা দেয়। এতে আড়াইশ যাত্রী নিয়ে লঞ্চটি ডুবে যায়।

এ ঘটনার পরপরই লঞ্চটির অধিকাংশ যাত্রী সাঁতরে নৌকা ও লঞ্চের সহায়তায় তীরে উঠতে সক্ষম হয়। তবে এ ঘটনায় কত যাত্রী নিখোঁজ রয়েছে তা জানা যায়নি বলে জানান তিনি।

শেয়ার করুন