সিংড়ায় জমিজমা সংক্রামত্ম বিরোধে নিহত ১, আহত ২

0
219
Print Friendly, PDF & Email

সিংড়া,(নাটোর)২০ অক্টোবর :
নাটোরের সিংড়ায় শনিবার জমিজমা সংক্রামত্ম বিরোধের আমেনা বেগম (৬০) নামের এক বৃদ্ধা নারীকে পিটিয়ে হত্যা করা করেছে প্রতিপক্ষরা। উপজেলার শেরকোল ইউনিয়নের তেমুক নওদাপাড়া গ্রামে এঘটনা ঘটে। নিহত আমেনা বেগম ওই গ্রামের শমসের আলীর। পুলিশ জানায়, শেরকোল ইউনিয়নের তেমুক নওদাপাড়া গ্রামের শমসের আলী খাঁ’র সঙ্গে প্রতিবেশী আহম্মদ আলী খাঁ’র জমিজমা সংক্রামত্ম বিরোধ চলে আসছিল।
শনিবার সকালে আহম্মদ আলী খাঁ ও তার ছেলে জাহিদুল ইসলামের নেতৃত্বে ওই জমিতে লাগানো একটি গাব গাছ কাটতে গেলে শমসের আলীর স্ত্রী আমেনা বেগম ও তার ছেলে নজরম্নল ইসলাম বাঁধা দেয়। এসময় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষরা আমেনা বেগম, নজরম্নল ইসলাম ও বিজলী বেগমকে পিটিয়ে আহত করলে ঘটনাস্থলেই আমেনা বেগমের মৃত্যু হয়। অপর দু’জনকে স্থানীয়রা উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করে। তবে প্রতিপক্ষ আহম্মদ আলীর স্কজনরা জানান, সকালে উভয় পক্ষের মারপিট দেখে আমেনা বেগম মারা যান।
সিংড়া থানার অফিসার ইনচার্জ ফয়জুর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদমেত্মর জন্য নাটোর মর্গে প্রেরণ করা হয়েছে।

প্রতিবেদক. সাইফুল ইসলাম. সম্পাদনা আলীররাজ/ আরিফ, নিউজরুম

শেয়ার করুন