সিংড়ায় রাস্তায় ব্যারিকেড দিয়ে ডাকাতি

0
251
Print Friendly, PDF & Email

সিংড়া উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের জোলারবাতা জোড়ব্রীজ নামক স্থানে রাস্তায় গাছ ফেলে ব্যারিকেড দিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে৷ শুক্রবার রাত সাড়ে ৮টায় দিকে রংপুরগামী একটি পিকনিকের বাসসহ প্রায় ২৫টি বিভিন্ন যানবাহনে এই ডাকাতির ঘটনা ঘটে৷ এসময় ডাকাতদল যাত্রীদের মারপিট করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়৷

এদিকে গত এক মাসে নাটোর-বগুড়া মহাসড়কের আজিজ দরগা, বড় চৌগ্রাম ও চোট চৌগ্রামসহ চলনবিলাঞ্চলের বিভিন্ন এলাকায় ডাকাতির ঘটনায় এলাকার সচেতন মহলের কাছে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে৷

প্রত্যক্ষর্শী সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৮টায় নাটোর-বগুড়া মহাসড়কের জোলারবাতা জোড়ব্রীজ নামক স্থানে রাসত্মায় গাছ ফেলে ব্যাড়িকেড দিয়ে রংপুরগামী একটি পিকনিকের বাসসহ বেশ কয়েকটি ট্রাক ও পিক-আপ এর গতিরোধ করে ডাকাতি সংঘটিত হয়৷ বাসের যাত্রী ও ট্রাক ড্রাইভারদের মারপিট করে নগদ টাকা ও মোবাইল ফোন লুট করা হয়৷ এসময় যাত্রীদের মাঝে আতংক এবং রাস্তার দু’পাশে প্রায় শতাধিক বিভিন্ন যানবাহনের কারণে যানজটের সৃষ্টি হয়৷ পরে এলাকাবাসীর প্রতিরোধের মুখে ডাকাতদল পালিয়ে যায়৷ খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে যাত্রীদের উদ্ধার করে এবং রাস্তার ব্যারিকেড সরিয়ে যানজট মুক্ত করে৷ অপরদিকে রাত ৮টায় চৌগ্রাম টু বড়িয়া রাস্তার ডাকাতি সংঘটিত হয়৷ এসময় সিংড়া উপজেলা রিক্সা/ভ্যান সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হাসেনসহ একটি বিয়ে বাড়ির বেশ কয়েকজন ব্যক্তি ডাকাতদের কবলে পরে৷

এবিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত ওসি ফয়েজুর রহমান বলেন, রাসত্মায় গাছ ফেলে ব্যারিকেড দিয়ে ডাকাতির চেষ্টা হয়েছিল৷ তবে পুলিশ ও এলাকাবাসীর সহযোগিতা কেহ ডাতাকদের কবলে পড়েনি৷#

শেয়ার করুন