চট্টগ্রামে অগ্নিকাণ্ডে ১৮ বসতঘর ও ৫ দোকান পুড়ে গেছে

0
228
Print Friendly, PDF & Email

নগরীর বন্দর থানার কলসি দীঘিরপাড় এলাকায় অগ্নিকাণ্ডে ১৮টি বসতঘর ও পাঁচটি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ইপিজেড ও বন্দর ইউনিটের চারটি গাড়ি প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন অপারেটর ফজলুল কাদের জানান, কলসি দীঘির পাড় এলাকার শামসুদ্দিনের মালিকানাধীন কাঁচা বসতঘরে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক গোলযোগ থেকে সৃষ্ট এ অগ্নিকাণ্ড দ্রুত পুরো কলোনিতে ছড়িয়ে পড়লে ১৮টি বসতঘর পুড়ে যায়। আগুনে পার্শ্ববর্তী পাঁচটি দোকানও পুড়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শেয়ার করুন