দর্শকের কলার ধরলেন সাকিব আল হাসান

0
127
Print Friendly, PDF & Email

ক্ষুব্ধ হয়ে সিলেটে এক দর্শকের কলার চেপে ধরেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।

বৃহস্পতিবার বিকেলে বিজয় দিবস টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট চলাকালে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ড্রেসিংরুমের সামনের গ্যালারিতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইম ব্যাংক ও মোহমেডানের খেলা শুরুর আগে অনুশীলন থেকে ড্রেসিং রুমে ফেরার পথে এক দর্শক সাকিবের কাছে অটোগ্রাফ চান।

অটোগ্রাফ দিতে অস্বীকৃতি জানালে সাকিবকে উদ্দেশ্য করে কটূক্তি করেন ওই দর্শক।

এতে ক্ষুব্ধ হয়ে সাকিব গ্যালারিতে গিয়ে দর্শকের কলার চেপে ধরেন তিনি।

পরে স্টেডিয়াম কর্তৃপক্ষ ওই দর্শককে মাঠ থেকে বের করে দেয়।

খেলা শেষে এ ব্যাপারে জানতে চাইলে সাকিব উপস্থিত সাংবাদিকদের বলেন, “কোন কিছুই ঘটেনি, এগুলো আপনাদের বানানো বিষয়।”

শেয়ার করুন