রাজধানীর তেজগাঁওয়ে বাসে আগুন, দগ্ধ ১

0
269
Print Friendly, PDF & Email

রাজধানীর তেজগাঁওয়ে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে অমূল্য বর্মণ (৪০) নামে এক যাত্রী দগ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তেজগাঁও থানার পরিদর্শক খেরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্বৃত্তরা সকাল সাড়ে ৭টার দিকে তেজগাঁও মহিলা কলেজের সামনে যাত্রীবাহী একটি বাসে পেট্টোল বোমা নিক্ষেপ করে। এতে বাসটিতে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে এক যাত্রী দগ্ধ হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানান তিনি। বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের লাগাতার অবরোধ কর্মসূচির আজ পঞ্চম দিন। এই কর্মসূচিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সহিংস ঘটনা ঘটছে। ভোর সাড়ে ৬টার দিকে কুমিল্লার নাঙ্গলকোর্ট এলাকায় চট্টগ্রামগামী একটি ট্রেনের ইঞ্জিনসহ ৬টি বগি লাইনচ্যুত হয়েছে। রেল লাইনের ফিসপ্লেট তুলে ফেলায় এ দুর্ঘটনা ঘটে।

শেয়ার করুন