চট্টগ্রামে মা-মেয়ে হত্যা মামলায় গ্রেফতার ২

0
254
Print Friendly, PDF & Email

চট্টগ্রামের আগ্রাবাদে মা ও মেয়ে হত্যা মামলার প্রধান আসামি আবু রায়হান ও তার সহযোগী শহীদকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার ভোর সাড়ে ৫টায় ঢাকার মালিবাগ থেকে আবু রায়হান এবং মঙ্গলবার রাত দেড়টার দিকে চট্টগ্রাম নগরীর খুলশির একটি বাসা থেকে শহীদকে গ্রেফতার করা হয়।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার বাবুল আকতার তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।  
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর ডবলমুরিং থানাধীন সিডিএ ১৭ নম্বর রোডের পদ্মা ভবনে খুন হন সায়মা নাজনিন নিশাত (১৬) ও তার মা রিজিয়া খাতুন (৪৭)। এ ঘটনায় সোমবার রাতে আবু রায়হানের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করে নিহত নিশাতের বাবা রেজাউল করিম।
এসএসসি পরীক্ষার্থী নিশাত এক্সপোনেন্ট নামের একটি কোচিং সেন্টারে যাওয়ার পথে প্রায়ই রায়হান তাকে উত্ত্যক্ত করত বলে অভিযোগ রয়েছে।

শেয়ার করুন