বোকো হারামের সিনিয়র কমান্ডার মোহাম্মদ জাকারিকে (৩০) গ্রেফতার করেছে নাইজেরীয় পুলিশ। মঙ্গলবার পুলিশ কর্মকর্তা ফ্রাঙ্ক এমবা এক বিবৃতিতে জানিয়েছেন, শনিবার নাইজেরিয়ার উত্তরাপূর্বাঞ্চলীয় বাউচি রাজ্যের বালমো বন থেকে জাকারিকে গ্রেফতার করা হয়েছে। ২০০৯ সাল থেকে এ পর্যন্ত কয়েকশ’ লোককে হত্যার জন্য তাকে দায়ী করা হয়েছে।
বিবৃতিতে এমবা জানান, সম্প্রতি নারী ও শিশুসহ সাত ব্যক্তিতে হত্যার সঙ্গে জড়িত জাকারি। বালামো বনে বোকো হারাম বিদ্রোহীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর চালানো এক ব্যাপক অভিযানের সময় পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাকে আটক করা হয়










