ফরিদপুরে বজ্রপাতে নিহত ২

0
951
Print Friendly, PDF & Email

ফরিদপুরের ভাংগার কালামৃধা ইউনিয়নের দেওড়া গ্রামে আজ সোমবার দুপুরে বজ্রপাতে দুই যুবক নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দেওড়া গ্রামের ৫ যুবক একটি বাগানে বসে তাস খেলছিল। এসময় দুপুর ১টার দিকে বজ্রপাত হয়। বজ্রপাতে ৫ যুবকের সকলের শরীর ঝলসে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দেওড়া গ্রামের আশরাফ আলী খলিফার ছেলে শামীম (২৮) ও একই গ্রামের মাইনউদ্দিন হাওলাদারের পুত্র হুমায়ুন (৩৪)। এ ঘটনায় মারাত্বক ভাবে আহত হয় শাহীন খলিফা (২৫), বোরহান (৩০) ও রফিক সরদার (২৬)।

আহতদের প্রথমে ভাংগা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভাংগা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমরান হোসেন জানান, বজ্রপাতে শরীর ঝলসে যাওয়া ৫ যুবককে হাসপাতালে আনা হলে দুইজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। বাকিদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে।

শেয়ার করুন