গুরুদাসপুরে মাদ্রাসা সুপার বরখাস্ত

0
154
Print Friendly, PDF & Email

নাটোরের গুরুদাসপুর পৌরসভার চাঁচকৈড় খলিফাপাড়া রেজাউল করিম দাখিল মাদরাসার সুপার মো. বজলুর রশীদকে বরখাস্ত করা হয়েছেগত ২১ মার্চ মাদরাসা পরিচালনা কমিটির এক সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়সুপারের বিরুদ্ধে আর্থিক অনিয়ম-সরকারি বই বিক্রি ও কমিটির সদস্যদের সাথে অসদ আচরণের অভিযোগ রয়েছে বলে মাদারাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুল জলিল দাবি করেন

এদিকে পরিচালনা কমিটির  বিরুদ্ধে সুপার বজলুর রশীদকে  শারিরীক নির্যাতন ও মাদরাসা পরিচালনায় বাধা দেওয়ার অভিযোগ এনে গত রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে একটি লিখিত অভিযোগ দিয়েছেন সুপার

মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুল জলিল অভিযোগ করেন,- সুপার বজলুর রশীদ শুরু থেকেই মাদরাসায় নিয়োগ-বার্ণিজ্যসহ ভুয়া ভাউচার দাখিল করে মাদরাসার লাখ লাখ টাকা আত্মসা করেছেনতার কাছে হিসাব চাওয়া হলে তিনি কমিটির সদস্যদের সাথে অসৌজন্য মূলক আচরণ করেন এবং নানা অজু হাতে সময় ক্ষেপন করতে থাকেএনিয়ে তাকে কয়েক দফা নোটিশ দিয়েও ব্যর্থ হয়েছে কমিটিপ্রতিষ্ঠান রক্ষার স্বার্থে সুপারকে সাময়িক বরখাস্ত করা হয়েছেএখন নিজেকে রক্ষা করতেই সুপার কমিটির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাখিল করেছেন

সুপার রজলুর রশীদ দাবি করেন,- পরিচালনা কমিটির সদস্যদের কারনে তিনি ভীতসন্ত্রস্থ হয়ে পড়েছেনমাদরাসা পরিচালনা করা তার পক্ষে কঠিন হয়ে পড়েছেন্যায় বিচার পেতে তিনি বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেছেনতার বিরুদ্ধে আনা অভিযোগ গুলো উদ্দেশ্য মুলককমিটির সদস্যরা নিজেদের  অপকর্ম ঢাকতেই তাকে বরখাস্ত করা হয়েছে

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মাজেদা ইয়াসমীন সুপারের অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান,- বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য মাধ্যমিক শিক্ষা অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে

২৫ মার্চ/২০১৩/নিউজরুম.

শেয়ার করুন