ফরিদপুরে আওয়ামী লীগের পথসভায় গুলি: ওসিসহ আহত ৬

0
926
Print Friendly, PDF & Email

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কাউলিবেড়া ইউনিয়নের মুন্সীবাজারে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহর পথসভায় থানার ওসিসহ ৬ জন গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।

আওয়ামী লীগ নেতার শর্টগান থেকে বের হওয়া গুলির আঘাতে ফরিদপুরের ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল ইসলামসহ ৬ ব্যক্তি আহত হয়েছেন।

স্থানীয়রা জানায়, গুলি ইচ্ছাকৃত বা অসাবধানতাবশত বের হয়েছে কিনা তা এখনো জানা যায়নি।

আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

শেয়ার করুন