মার্কেটে হারিয়ে যাওয়া স্ত্রী’র খোঁজ মিলল হাসপাতালে

0
164
Print Friendly, PDF & Email

স্ত্রী শরিফা খানম রিক্তা (২২) আর শ্যালিকা রাখিকে (১৩) নিয়ে মঙ্গলবার রাতে নিউমার্কেটে কেনাকাটা করতে যান ধানমন্ডি ৬/এ এলাকায় বসবারকারী মাইনুল ইসলাম সজিব। কিন্তু রাত সাড়ে ৮টার দিকে কেনাকাটা করে ফেরার পথে স্ত্রী রিক্তাকে হারিয়ে ফেলেন তিনি। পরে পুলিশের সহায়তায় রাত সাড়ে ১১ টার দিকে হারানো স্ত্রী’কে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালে খুঁজে পান সজিব।

সজিব বলেন, ‘গাউছুল আযম সুপার মার্কেট থেকে কেনাকাটা শেষ করে বাসায় ফেরার উদ্দেশ্যে ওভার ব্রিজ পার হচ্ছিলাম। এসময় আমি ও রাখি একসাথে হাঁটলেও একটু পিছনে পড়ে যায় রিক্তা। এরপর থেকেই তাকে আর খুঁজে পাচ্ছিলাম না। পরে পুলিশের কাছে খবর পেয়ে প্রায় অচেতন অবস্থায় ঢামেকে খুঁজে পাই রিক্তাকে।’

এ বিষয়ে শাহাবাগ থানার সহকারী উপ-পরিদর্শক(এএসআই) বজলুর রহমান জানান, ‘রাতে ওভার ব্রিজের ওপরে একসঙ্গে অনেক মানুষের জটলা দেখে এগিয়ে যাই। যাওয়ার পর রিক্তাকে পড়ে থেকে আহতবস্থায় ছটফট করতে দেখি। পরে সেখান থেকে উদ্ধার করে ঢামেকের ভর্তি করি।’

তিনি বলেন, হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা নেয়ার পর কিছুটা সুস্থ হয়ে রিক্তা জানান ওভারব্রিজের উপর কে বা কারা তার মুখে রুমাল চেপে ধরলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে রিক্তার হাতে থাকা মোবাইল ফোন ও গলার চেইন নিয়ে যায় তারা।

শেয়ার করুন