গাজীপুর সিটি নির্বাচনে প্রধানমন্ত্রী প্রভাব খাটাচ্ছেন : এম কে আনোয়ার

0
187
Print Friendly, PDF & Email

গাজীপুর সিটি নির্বাচনকে প্রধানমন্ত্রী নিজে এবং তার কার্যালয় থেকে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার।

মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনারের কাছে তিনি একথা বলেন।

এ অভিযোগের প্রমাণ হিসেবে, এক প্রার্থীকে নিজ কার্যালয়ে ডেকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেয়ার কথা তুলে ধরেন তিনি। এছাড়া, প্রশাসনের নিরপেক্ষ নিয়ে অভিযোগ করে তিনি বলেন, ক্ষমতাসীন দলের সমর্থকদের পোলিং অফিসার হিসিবে নিয়োগ দেয়া হচ্ছে। এসব অভিযোগ লিখিতভাবে কমিশনকে জানানোর পরেও কোন ব্যবস্থা নেয়া হয়নি বলেও দাবি করেন তিনি। এসময়, নির্বাচনে সেনা মোতায়েনের কথা আবারো বলেন এম কে আনোয়ার। এছাড়া কারচুপির আশঙ্কায়, ভোট গণনার সময় মেয়র প্রার্থীদের ফল আগে ঘোষণার দাবিও করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

শেয়ার করুন