রাঙামাটি : রাঙামাটির লংগদু উপজেলায় জনসংহতি সমিতির দুই গ্রুপের সংঘর্ষে তিন নেতাকর্মী নিহত হয়েছেন। নিহত তিনজনই সংস্কারপন্থী (এমএন লারমা) গ্রুপের।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার দোজরপাড়ার দুর্গম এলাকায় জেএসএসের সন্তু লারমাপন্থী ও সংস্কারপন্থীদের (এমএন লারমা) মধ্যে এ বন্দুকযুদ্ধ হয়।
নিহতরা হলেন সংস্কারপন্থী গ্রুপের রাঙামাটি জেলার সাংগঠনিক সম্পাদক সুদীর্ঘ চাকমা, সদস্য জীবন চাকমা ও গুনেন্দু চাকমা।
এ ব্যাপারে লংগদু থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আলী বলেন,‘‘আমরা বন্দুকযুদ্ধে তিনজন নিহত হওয়ার খবর শুনেছি। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে পারছি না।” এ ঘটনার পর ওই এলাকায় সেনাবাহিনীর টহল দল পাঠানো হয়েছে বলে জানা গেছে।
মার্চ ১২,২০১৩